ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ব্যাংক এশিয়ার এএমএল অ্যান্ড সিএফটিবিষয়ক কর্মসূচি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:০৫ এএম

মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের জন্য একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।