যশোরে এক ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক খুন হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) শহরের আশ্রম রোডে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদ হোসেন (৪০)। তিনি সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। জাহিদ স্ত্রী-সন্তান নিয়ে আশ্রম রোডে ভাড়াবাড়িতে বসবাস করতেন। হাসপাতালের জরুরি বিভাগে জাহিদের লাশ ফেলে কৌশলে পালিয়ে যান খুনি আশরাফুল ইসলাম আশা।
জানা গেছে, শনিবার বেলা ১০টার দিকে আশ্রম রোডে ফারুকের গ্যারেজে ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ হোসেন। এসময় আরেক ইজিবাইক চালক রেলরোড এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশার সাথে তার তর্কবিতর্ক হয়। এতে আশা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জাহিত পড়ে যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, জাহিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা, কপাল ও বাম চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত্যু রেজিস্ট্রার খাতায় জাহিদ হোসেনের হাসপাতালে বহনকারী হিসেবে আশরাফুলের নাম রয়েছে বলে নিশ্চিত করেছেন ব্রাদার (সেবক) তারক দেবনাথ।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, জরুরি বিভাগের চিকিৎসক ইজিবাইক চালক জাহিদকে মৃত ঘোষণার পর লাশ ফেলে কৌশলে পালিয়ে যান খুনি আশরাফুল। তিনি ঘটনার সাথে জড়িত এটা প্রথমে বুঝতে পারেননি। ঘটনার সাথে জড়িত আশরাফুল ইসলাম আশার বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনের নম্বরে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ইজিবাইক পরিষ্কারের সময় তর্কবিতর্কের জেরে আশরাফুল ইসলাম আশার লাঠির আঘাতে জাহিদ হোসেন খুন হয়েছে৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশাকে আটকের চেষ্টা চলছে৷