রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের স্টেরলিতামাক শহরে একটি বিস্ফোরক উপাদান তৈরির কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (১৮ অক্টোবর) নিজের টেলিগ্রাম চ্যানেলের বার্তায় স্থানীয় গভর্নর রাদিয় খাবিরভ এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খাবিরভ জানান, শুক্রবার সন্ধ্যায় আভান-গার্দ নামে ওই কারখানায় বিস্ফোরণটি ঘটে।
ঘটনার কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। তবে এই বিস্ফোরণ ইউক্রেইনের ড্রোন হামলায় ঘটেছে— এমন ধারণা নাকচ করেছেন তিনি।
রাশিয়ার জরুরি পরিষেবা শনিবার জানায়, স্টেরলিতামাক শহরের কারখানাটিতে তারা রাতভর উদ্ধার অভিযান চালিয়ে সকালে কাজ শেষ করে।
আভান-গার্দ কারখানাটি শিল্পবিস্ফোরক উৎপাদন এবং পুরনো গোলাবারুদ ধ্বংসের কাজ করে। ২০২২ থেকে কারখানাটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত শিল্প গোষ্ঠী রোস্টেকের অধীনে রয়েছে।