রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার আওতাধীন নিউমার্কেট সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে বিদ্যুতের পিলারে ডিস লাইনের তারে আগুন লাগে।
এ সময় ধোঁয়ায় এলাকায় চরম ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তার থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখলে আশপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে উপস্থিত জনতা অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস বন্ধ করা হয় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’