রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ২১টি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, ‘খবর পাওয়ার পর ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরও ২১টি ইউনিট।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।