ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৫:১৫ পিএম
আগুন। ছবি- রূপালী বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। আগুনের তীব্রতা বিবেচনায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সূত্র অনুযায়ী, শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়। আগুনে এখনো হতাহতের কোনো নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা  নেওয়া হচ্ছে।

অগ্নিনির্বাপণ কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ইউনিট এবং নৌবাহিনীর সদস্যরা। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এছাড়া উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নির্ণয়ে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।