ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৫৪ পিএম
লঘুচাপ। ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে আগামী ২৪ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে শুক্রবার (২৪ অক্টোবর) নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী কয়েক দিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


 
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৮ অক্টোবর) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।