ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চলতি মাসে আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড়, ভয়াবহ বন্যার শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০২:৫৭ পিএম
ছবি এআই দিয়ে তৈরি।

চলতি অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে একটি প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। যা দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বন্যা ও দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। আবহাওয়া নিয়ে এমন দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ বা নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস ও নদ-নদীর পানি বৃদ্ধি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমলেও তা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকতে পারে। এ সময়ে সারাদেশে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, অক্টোবর মাসে গড় বাষ্পীভবন হবে ২ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার। আর গড় উজ্জ্বল সূর্যালোকের সময়কাল থাকবে প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা।

ঘূর্ণিঝড়ের কারণে দেশবাসীকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নদ-নদীর তীরবর্তী এলাকা ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের বিপদ এড়িয়ে চলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টিজনিত বন্যা আঘাত হানলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই আগাম প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমেই এই বিপদের মাত্রা কমানো সম্ভব।

এদিকে বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব অব্যাহত রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে মৌসুমী বায়ু ধীরে ধীরে দেশের আকাশ থেকে বিদায় নিতে পারে, যার ফলে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে আসতে পারে।

নদ-নদীর পানি প্রবাহ আপাতত স্বাভাবিক থাকলেও, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।