ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

জেঁকে বসেছে শীত: এক দিনে তাপমাত্রা কমল তিন ডিগ্রি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:০২ এএম
ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে একদিনের ব্যবধানে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে হঠাৎই জেঁকে বসেছে শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কমবে। মাসের শেষ দিকে এবং জানুয়ারির প্রথম ভাগে বইতে পারে মৌসুমের শৈত্যপ্রবাহ।

বুধবার (৩ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমেছে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত।

এদিন সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেকেএম নাজমুল হক বলেন, উত্তরাঞ্চলে শীত কিছুটা তীব্রভাবে অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (আজ) রাত থেকে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী শনিবারের পর দেশের ওপর দিয়ে শীতের দাপট আরও বাড়বে বলে জানান তিনি।

নাজমুল হক বলেন, নভেম্বরে বারবার লঘুচাপ ও দুটি ঘূর্ণিঝড় সক্রিয় থাকায় উত্তরের ঠান্ডা বাতাস দক্ষিণে নামতে পারেনি। তাই শীতের আগমন এবার কিছুটা দেরিতে হলো। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে দ্রুত তাপমাত্রা কমবে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বুধবার রাত থেকেই সারা দেশে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন ঘটছে। আগামী ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে। এসব অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার আশঙ্কা রয়েছে।

বিডব্লিউওটির হিসেবে রংপুর, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের বেশ কিছু জায়গা, পাশাপাশি পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোরসহ প্রায় ১৫ জেলায় রাতের তাপমাত্রা ১০-১১ ডিগ্রির কাছে নেমে আসতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা থাকতে পারে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তবে সংস্থাটি জানায়, ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা খুব কম। উত্তর-পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় স্বল্প সময়ের জন্য মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলেও তা নির্ভর করবে তাৎক্ষণিক আবহাওয়া পরিস্থিতির ওপর। এরপরই দেশের ওপর দিয়ে বইতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।