ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:২০ এএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকা আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরু থেকেই বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন তাদের নিজ নিজ আয়োজন পরিচালনা করবে।

বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিকেল ৪টায় ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র খেলার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে থাকবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ।

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দুপুর ১২টায় নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। বিশেষ অতিথি থাকবেন ড. কাজী মনিরুজ্জামান মনির, মোস্তফা জগলুল পাশা পাপেল, ডা. মো. এ বি সিদ্দিক হাওলাদার।

বেগম জিয়ার সুস্থতা কামনায় সাদাকা হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ৩০টি ছাগলের মাংস বিতরণ করবে যুবদল। দুপুর ১২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও থাকবেন যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

ঢাকা-৬ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের আয়োজনে বাদ আসর ধূপখোলা কমিউনিটি সেন্টারে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা শারমিন

আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস জাতীয় উদযাপন সেম্পোজিয়ামে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

জামায়াতে ইসলামী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক দুজন নিরীহ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকেল পৌনে ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেখ বশিরউদ্দীন

জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা আসিফ মাহমুদ

সচিবালয়ে বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।