ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নির্মাণ-আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১৩ নভেম্বর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:৩৭ এএম

রাজধানীতে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ১৩ নভেম্বর। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। এ উপলক্ষে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশনস, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস ও সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো মিলিয়ে এবারের আয়োজনটি হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস।

এ সময় জানানো হয়, তিন দশক পূর্তি উদ্যাপন করতে যাওয়া বিল্ড সিরিজ অব এক্সিবিশনস এরই মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ও দীর্ঘমেয়াদি নির্মাণ ও আবাসন প্রদর্শনী হিসেবে পরিচিতি অর্জন করেছে। নির্মাণসামগ্রী, প্রণালি, প্রযুক্তি ও সরঞ্জামকেন্দ্রিক বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ‘৩০তম বিল্ড বাংলাদেশ ২০২৫’ এবং রিয়েল এস্টেট ও হাউজিং খাতবিষয়ক ‘২৪তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, ইন্টেরিয়র ডিজাইন এবং যুগোপযোগী আবাসন সমাধান তুলে ধরা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের নির্মাণ খাত বর্তমানে জিডিপিতে আট শতাংশের বেশি অবদান রাখছে। ১৭ কোটিরও বেশি জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের কারণে আবাসন ও অবকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। কাজেই বিল্ড সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি ও অংশীদারত্ব বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট ‘২৭তম পাওয়ার বাংলাদেশ ২০২৫’, ‘২২তম সোলার বাংলাদেশ ২০২৫’ এবং ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৫’। এ প্রদর্শনীগুলো দেশের বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোক প্রযুক্তির সর্ববৃহৎ আন্তর্জাতিক আসর হিসেবে স্বীকৃত। প্রদর্শনীতে থাকবে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রযুক্তি, সৌর ও নবায়নযোগ্য শক্তির সমাধান এবং জ্বালানি-সাশ্রয়ী আধুনিক আলোকপ্রযুক্তি। আয়োজকদের মতে, এসব উদ্যোগ টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

এ ছাড়া পানি প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে ‘সপ্তম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের বাস্তবতায় এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর লক্ষ্য সামনে রেখে এই প্রদর্শনী পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে।

আন্তর্জাতিক এ প্রদর্শনীগুলোতে চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি থাকছে চারটি সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।