ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কিশোর শ্রমিকের পায়ুপথে বাতাস, হাসপাতালে ভর্তি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:০৭ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তানভীর (১৪) নামে এক কিশোর শ্রমিক। সহকর্মীদের দুষ্টুমি ছলে পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢোকানোর ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচরের মোস্তফা প্লাস্টিক কারখানায়। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১০টার দিকে তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তানভীর চাঁদপুরের কচুয়া উপজেলার পালকিনি গ্রামের মানিক মিয়ার ছেলে। সে বর্তমানে পরিবারসহ কামরাঙ্গীরচর কয়লাঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

সহকর্মী মো. মামুন জানান, সন্ধ্যায় কারখানায় কাজের সময় দুই সহকর্মী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টুমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তানভীরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

তানভীরের বাবা মানিক মিয়া বলেন, “খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার ছেলেকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত কিশোরকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।”