ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকায় অ্যাংকর ও কন্ট্রিভেন্সের গ্র্যান্ড পার্টনার মিট অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:৪৩ এএম

বিশ্বের নম্বর ওয়ান চার্জিং ব্র্যান্ড অ্যাংকর ইনোভেশনস ও তাদের একমাত্র অনুমোদিত বাংলাদেশি ডিস্ট্রিবিউটর কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনাল আয়োজন করেছে ‘এৎধহফ উবধষবৎ গববঃ ্ চৎড়ফঁপঃ ঝযড়পিধংব ২০২৫’। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও পার্টনাররা। অনুষ্ঠানে অ্যাংকরের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাংকর দক্ষিণ এশিয়ার সেলস ম্যানেজার উজায়ের লতিফ, কন্ট্রিভেন্স ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার ইয়াদিল আলম।