ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রিপন হত্যা মামলার আসামি ‘কুমির রুবেল’ গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৫২ এএম
সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেল । ছবি- সংগৃহীত

রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম আসামি ও সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) মাদারীপুর জেলার ডাসার থানার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ অক্টোবর) রাতে র‌্যাব-২ এর নেতৃত্বে দুটি ব্যাটালিয়নের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় সংস্থাটি।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর আদাবরের বালুর মাঠ বস্তির একটি বাসায় রিপন নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় তার স্ত্রী ও সন্তানও গুরুতর আহত হন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বস্তির পাশে নিহত রিপনের একটি চায়ের দোকান ছিল এবং তিনি বস্তির ম্যানেজারের দায়িত্বও পালন করতেন। অভিযুক্ত রুবেল ও তার কিশোর গ্যাং দোকানে বাকি খাওয়া ও এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। রিপন এতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

র‌্যাব-২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, রুবেল ওরফে কুমির রুবেলকে ডাসার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।