ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

স্বজনদের কাছে ফিরল ৮ প্রবাসীর নিথর দেহ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৩১ এএম
লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ছবি- সংগৃহীত

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনসহ আট প্রবাসীর লাশ দেশে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে ওমানের মাস্কট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

নিহতরা হলেন-সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল এবং রহমতপুরের রনি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আরও একজন প্রবাসীর মরদেহ দেশে আসে। আনুষ্ঠানিকতা শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সরকারের পক্ষ থেকে প্রতিটি মৃতদেহ দাফনের জন্য ৩৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এসব প্রবাসীর মৃত্যু হয়। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন।