ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৪৮ এএম
‘দঙ্গল’ খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। ছবি- সংগৃহীত

কয়েক বছর আগে বলিউডকে বিদায় নেন ‘দঙ্গল’ খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জায়রা ওয়াসিম। হিট ছবির পর হঠাৎ ধর্মীয় কারণে ক্যারিয়ার থেকে সরে আসা জায়রা সম্প্রতি আবার শিরোনামে আসলেন-বিয়ে করেছেন।

সামাজিক মাধ্যমে নিজেই খবরটি শেয়ার করেছেন জায়রা। ছবিতে দেখা যাচ্ছে, নববধূ জায়রা লাল শাড়িতে এবং বর ঘিয়ে রঙের জামায়। অন্য এক ছবিতে মেহেদি রাঙা হাতে বিয়ের কাগজে সই করছেন জায়রা। ক্যাপশনে লেখা, ‘কবুল হ্যায়’। তবে বরের পরিচয় প্রকাশ করেননি।

জায়রা ১৪ বছর বয়সে বলিউডে আসেন, তার কর্মজীবন শুরু হয় আমির খানের সঙ্গে। ‘দঙ্গল’-এর এক দৃশ্যে কেশহীন অবস্থা দেখানোর কারণে বিতর্কে পড়লেও ছবিটি বক্সঅফিসে সফল হয়।

এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে মুক্তি পায় ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’, যা আগের দুটি ছবির মতো সাড়া ফেলতে পারেনি।