রাজধানীর মগবাজারে ১০ কাঠা জায়গায় নির্মিত হতে যাচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। দেশের কিংবদন্তি সংগীত তারকা আইয়ুব বাচ্চুর স্মৃতি অমর রাখতে এ উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন, জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি ও প্রয়াত শিল্পীর স্ত্রী ফেরদৌস আক্তার।
মিউজিয়ামে সংরক্ষিত থাকবে তার জীবন, সংগীত ও শিল্পভুবনের স্মৃতি। চট্টগ্রাম থেকে ঢাকায় আসা, ‘এলআরবি’-এর উত্থান, জনপ্রিয় গান এবং কনসার্টের ঝলক থাকবে এখানে। শুধু গিটার নয়, রাখা হবে তার ব্যবহৃত টি-শার্ট, হ্যাট, ক্যাপ ও রোদচশমাও।
প্রতিষ্ঠিত হবে এবি কিচেনের আদলে একটি রেকর্ডিং স্টুডিও, যেখানে দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়েলিটিতে আইয়ুব বাচ্চুর কনসার্টের অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি থাকবে মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং নতুন সংগীতশিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও, যা তরুণদের জন্য হবে শিক্ষণীয় ও অনুপ্রেরণার কেন্দ্র।
ফাউন্ডেশন আশা করছে, সরকারি ও বেসরকারি সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং মিউজিয়ামটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক প্রেরণার কেন্দ্র হিসেবে কাজ করবে।