ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় অবস্থিত ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের তিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, আগুনে কারখানার ভেতরে থাকা আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আগুন কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি। বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।