ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

দেড় বছর পর মাহি বলছেন, তার ডিভোর্স হয়নি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৩৮ এএম
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি- সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহি আবার নতুন ধাঁধার মধ্যে ফ্যানদের রেখেছেন। বছর দেড়েক আগে তিনি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে ঘোষণা করেছিলেন।

তবে সম্প্রতি মাহি প্রকাশ্যে জানিয়েছেন, আসলে তাদের ডিভোর্স হয়নি।

যুক্তরাষ্ট্রে কয়েক মাস থাকার পর মাহি হঠাৎ নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তান ফারিশের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ মাহি জানালেন, ছবিগুলো ভারতে তোলা হয়েছিল, তখন প্রকাশ করা হয়নি।

মাহির বক্তব্য: রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ আছে। পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।

এর আগে মাহি গণমাধ্যমকে বলেছিলেন, সম্পর্ক বজায় রাখতে পারলে বিচ্ছেদ এড়িয়ে চলা ভালো, বিশেষ করে সন্তানের জন্য। তিনি রাকিবকে ফারিশের যত্নবান বাবা হিসেবে উল্লেখ করেছেন।

ফ্যানদের এবং বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠজনদের কাছে মাহির দুই ধরনের বক্তব্য এখনও ধাঁধা হয়ে আছে।

প্রসঙ্গত, মাহি প্রথম বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে (২০১৬-২০২১), তারপর ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাকিব সরকারের সঙ্গে।