ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

চকরিয়ায় অস্ত্র-কার্তুজসহ যুবক আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৮:০২ এএম
অস্ত্রসহ আটক যুবক। ছবি- রূপালী বাংলাদেশ

চকরিয়ার সাহারবিলে অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদু্ল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ৮টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ওমখালী ৮নং ওয়ার্ড এলাকায় এ অভিযান চলে। আটককৃত তৌহিদু্ল্লা ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় তৌহিদু্ল্লা প্রকাশ্যে ফাঁকা গুলি বর্ষণ করে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদু্ল্লাকে অস্ত্রসহ আটক করা হয়। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রামপুরের শেকাব হত্যায় সে জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।