চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডসংলগ্ন বে-টার্মিনাল এলাকা থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
গত রোববার মধ্যরাতে বে-টার্মিনালের প্রস্তাবিত স্থানের কাশবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম শামীম মাকসুদ খান জয়। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। আরও বলেন, ওই শিক্ষার্থীর দুই হাত ও দুই পায়ের রগ কাটা ছিল। মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শামীমের মৃত্যু হয়েছে।
থানা পুলিশ জানায়, রোববার মধ্যরাতে বে-টার্মিনাল এলাকার কাশবনে এক যুবককে মুমূর্ষু অবস্থায় কাতরাতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বরিশাল বাড়ি হলেও শামীম নগরীর বড়পুল এলাকায় পরিবারের সাথে থাকতেন। রোববার দুপুরে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। রাত ২টার দিকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শামীমের লাশ শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।