ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সিইসি-হাইকমিশনারের বৈঠক

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে  সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:০১ এএম

 

বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন পুনর্ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। এ সময় তাদের মধ্যে নির্বাচনি কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের সহায়তার বিষয়ে আলোচনা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার নিজেই সাংবাদিকদের এ কথা জানান। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য কয়েক মাস আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায়। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।

তিনি বলেন, নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করি। যুক্তরাজ্য বিশেষ করে জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে, বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য এবং ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। তাই আমাদের এজেন্ডা ছিল নির্বাচন কমিশনের সঙ্গে যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করা। যেমনটি আমি বলেছি, জাতীয় নাগরিক শিক্ষা এবং ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণের জন্য আমরা কাজ করছি। এ বিষয়গুলো নিয়ে আজ (গতকাল) নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি।

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। পাশাপাশি নির্বাচনে ভোটসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

এদিকে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বৈঠক করে নির্বাচন কমিশন সচিবসহ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে। ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ১৫০ প্রতিনিধি পাঠাতে ইচ্ছুক ইইউ। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিদেশি প্রতিনিধিদের।