বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই বিপ্লবের শহিদরা ক্ষুদ্র কোনো বিষয়ে আত্মত্যাগ করেনি। তারা একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে আত্মত্যাগ করেছেন। আমরা যেন তাদের এই অবদান ভুলে না যাই। গতকাল সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনার এতবার গ্রামে জুলাই-যোদ্ধা শহিদ ইমাম হাসান তায়িম ভুঁইয়ার কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন।’
রিজভী বলেন, ‘জুলাইয়ের অন্যতম শহিদ তায়িম। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে জীবন দিয়েছেন তায়িম। তায়িমের এই আত্মদান তাৎপর্যময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানের খেতের জমির পাশে শুয়ে আছে তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কিসের জন্য সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারো জমি দখল করতে, কোনো গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা।’
জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি, কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছে। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপির নেতারা।