চাপ্রেমীদের জন্য চা যেন অমৃতের মতো। সকালে ঘুম থেকে উঠে কিংবা বিকেলের আড্ডায়, চা তাদের চাই-ই চাই। কারো কারো তো এক-দু কাপ চায়ে মন ভরে না। মন চায় একটু বড়সড় চুমুক, যাতে তৃপ্তি পরিপূর্ণ হয়। এই চাওয়াটাই যখন কল্পনার ডালপালা মেলে, তখনই মাথায় আসে, বিশ্বের সবচেয়ে বড় চায়ের কাপ বানানোর আইডিয়া! জানলে অবাক হবেন বাস্তবেই রয়েছে বিশাল আকৃতির চায়ের কাপ। যেটার চা খেয়ে শেষ করতে সময় লাগবে প্রায় ৩৫ বছর, যদি দিনে গড়ে সাধারণ কাপের ৩ কাপ চা খান। যদি দিনে ২ কাপ খান, তাহলে সময় বাড়ে প্রায় ৫২ বছর, আর দিনে ৪ কাপ খেলে সময় লাগবে প্রায় ২৬ বছর। হ্যাঁ ঠিক শুনেছেন! মেক্সিকোতে রয়েছে এমনই একটি চায়ের কাপ। বিশাল এই চায়ের কাপের মধ্যে আছে ৯১২৩ লিটার চা।
২০২৩ সালের ৭ জুন মেক্সিকোর মধ্য-উত্তরাঞ্চলের চামড়াজুতার রাজধানী লেয়োনের গুয়ানাহুয়াতো রাজ্যে এই চায়ের কাপ প্রথম প্রদর্শিত হয়। শহরের কেন্দ্রস্থ প্লাসা ফুন্দিদোরেসে ‘টনিক ওয়ার্ল্ড সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান গড়েছিল ৩.২৮ মিটার উঁচু ও ৩.১৮ মিটার ব্যাসের স্টিল-স্যান্ডউইচ নির্মাণের এই বিশাল কাপ। উদ্দেশ্য স্পষ্ট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘লার্জেস্ট কাপ অব হট টি’ শিরোপা দখল করা।