ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আমার জীবনে অনুভূতি নিয়ে এলেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০২:০৩ এএম

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি বিয়ে করেছেন। দুই পরিবারের উপস্থিতিতে এক ছিমছাম আয়োজনে মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, কেন ফারিয়া আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন? তারই উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

ফারিয়া জানান, স্বামী তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তার কথায়, কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে’, এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’

ফারিয়া জানান, এই বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও তার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়। তিনি বলেন, ‘যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

বলা দরকার, আগামী মাসেই তারা মধুচন্দ্রিমায় মালদ্বীপে যাবেন।