ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

একই রশিতে ঝুলছিল ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর মরদেহ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৪৯ পিএম
আত্মহত্যা করা স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে স্থানীয়রা ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় একইসঙ্গে গলায় রশি প্যাঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৯ মাসের অন্তসত্তা স্ত্রী ছকিনা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম ও স্ত্রী ছকিনা বেগমের বিবাদ লাগে। পরে অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে শারীরিক আঘাত করে। এ নিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার দেন।

এ খবর শুনে সন্ধ্যায় অলি ও তার অন্তসত্ত্বা স্ত্রী ছকিনা ঘরের দরজা বন্ধ করে নিজ ঘরে একই ধরনার সঙ্গে পাশাপাশি জড়িয়ে ধরে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। 

রাতে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তাদের দুইজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়দের খবরে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

হাতীবান্ধা থানা ওসি মাহমুদুনবী বলেন, ‘চেয়ারম্যানকে বিচার দেওয়ায় অভিমানে তারা দুজনে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’