খুলনার খালিশপুর বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করা হয়। আজ (২২ সেপ্টেম্বর) খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলা দুটি রোববার রাতে দায়ের করা হয়েছে। দুই মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার উপ-সহকারী প্রকৌশলী মাকসুদুল হক। ওই মামলায় ৩২ জনকে আসামি করা হয়েছে।
অপর মামলাটি খালিশপুর থানার এসআই কোটাল আজাদ বাদী হয়ে দায়ের করেন। এ মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে রোববার সকাল থেকে খুলনা নগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান শুরু হলে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
জানা গেছে, বাস্তুহারার প্রায় ২ একর জায়গায় বসবাস করছে প্রায় ২০০ পরিবার। তবে গৃহায়ন কর্তৃপক্ষ ১৯৮৭ সালে ওই জমি লটারির মাধ্যমে প্লট আকারে ৪২ জন বরাদ্দপ্রাপ্ত মালিকের মধ্যে বিক্রি করে। দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও তারা এখনও জায়গা বুঝে পাননি।