অবশেষে নিশ্চিত হলো এশিয়া কাপের সুপার ফোরের লাইনআপ। আফগানিস্তানকে হারিয়ে 'বি' গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে, 'এ' গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান আগেই নিশ্চিত করেছিল তাদের স্থান।
সুপার ফোরে বাংলাদেশের সূচি বেশ কঠিন। ২০ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা।
তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ। এরপর লিটন-সাকিবরা কিছুটা বিরতি পাবেন। ২৪ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত।
তার পরদিনই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর, তাদের খেলতে হবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে।
ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি সুখবর হলো, ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে বাকি সব ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালের টিকিট কাটবে।
সুপার ফোর পর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। বাংলাদেশের সকল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে।