বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হওয়া দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে হবে। গতকাল সকালে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর। শরীফ জহীর বলেন, দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ইউসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান প্রমুখ। দিনব্যাপী এ আয়োজনে কৃষি ও কৃষিসংশ্লিষ্ট খাতের নানা দিক উঠে আসে। এতে ৩০০ কৃষি উদ্যোক্তা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন কৃষি উদ্যোক্তা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়।