ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

যে কারণে জরুরি অবতরণ করল ট্রাম্পের হেলিকপ্টার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০২:৫৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প । ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের চ্যাকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’-এর জরুরি অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনই ছিলেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, হেলিকপ্টারটিতে একটি ছোট হাইড্রোলিক সমস্যা দেখা দিয়েছিল। 

নিরাপত্তার কথা বিবেচনা করে পাইলটরা লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই স্থানীয় একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে অন্য একটি হেলিকপ্টারে করে গন্তব্যে পাঠানো হয়। এ কারণে ট্রাম্প নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ মিনিট দেরিতে তার গন্তব্যে পৌঁছান।

এই ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প রসিকতা করে বলেন, আশা করি সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে বাড়ি ফিরবেন। 

জানেন আমি কেন এটা বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি। অন্যথায়, আমি তো পরোয়া করতাম না।

ট্রাম্পের এই সফরের সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়।