ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

আলোচনার মধ্যেই আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০২:৩৩ এএম

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের আলোচনার মধ্যেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান, এমনটাই অভিযোগ তুলেছে কাবুল। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আফগান সেনাবাহিনীর এক কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে গোলাবর্ষণ চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলা ছোঁড়ে পাকিস্তানি সেনারা।

পরিচয় প্রকাশ না করা এক সামরিক কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখনও পাল্টা আঘাত করিনি।

এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত মাসের শুরুর দিকে কাবুলে ধারাবাহিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক।

বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘাত। তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটেছে। সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও বেড়েছে।

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় ইসলামাবাদ ও কাবুল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে গত সপ্তাহে তুরস্কে ওই চুক্তির চূড়ান্ত আলোচনা অচলাবস্থায় পড়ে।

উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে ‘অবিশ্বাসী আচরণের’ অভিযোগ করেছে। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোনো পক্ষই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি।

কূটনৈতিক সূত্রগুলোর আশঙ্কা, আলোচনায় অগ্রগতি না হলে সীমান্তে আবারও নতুন সংঘাত ছড়িয়ে পড়তে পারে।