টং দোকান উচ্ছেদের প্রতিবাদে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শরীরে আগুন দিয়েছেন এক ছাত্র। এতে তার শরীরের ৭০ শতাংশ পোড়ে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটির সংবাদমাধ্যম ইরানওয়্যার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদকারী ছাত্রের নাম বালেদি। তিনি বাড়ির পাশে যেয়তুন পার্কে একটি টং দোকান করতেন। শহর কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ ছাড়াই তার দোকান উচ্ছেদ করায় প্রতিবাদে তিনি নিজ শরীরে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, উচ্ছেদ অভিযানের সময় কিয়স্ক ও মালামাল রক্ষায় আপ্রাণ চেষ্টা করেন বালেদি ও তার মা। সে সময় শহর কর্তৃপক্ষের লোকজন তাদের কোনো ধরনের সুযোগ না দিয়ে দোকান উচ্ছেদ করেন এবং বালেদির মা’র সাথেও খারাপ ব্যবহার করেন। এ ছাড়া বালেদি গ্যাসোলিন দিয়ে নিজ শরীরে আগুন দিলেও তাকে কোনো ধরনের সাহায্য না করে, কর্মকর্তারা বিষয়টি নিয়ে উপহাস করেন।



