ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

বিপিএলের ৫ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার আরও সুসংগঠিত আকারে মাঠে গড়াবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরে চলা মালিকপক্ষ পরিবর্তন ও নাম বদলের অস্থিরতা এবার কমে এসেছে।

বিসিবি জানিয়েছে, এবারের বিপিএলে পাঁচটি দল অংশ নেবে। এর মধ্যে তিনটি দল প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। নতুন দলগুলো হলো চট্টগ্রাম রয়্যালস (মালিক ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড), রাজশাহী ওয়ারিয়রস (মালিক নাবিল গ্রুপ), এবং সিলেট টাইটানস (মালিক ‘ক্রিকেট উইথ সামি’)।

পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্সের মালিকানা থাকছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টসের কাছে এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

বিসিবি জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। তবে মালিকদের জন্য শর্ত হিসাবে বলা হয়েছে, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। তা না হলে তারা ড্রাফটে অংশ নিতে পারবেন না।