ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

বিক্রির পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৫:২৫ পিএম
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে আনুষ্ঠানিকভাবে বিক্রির তালিকায় উঠেছে। মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্ট্র্যাটেজিক রিভিউ অব দ্য ইনভেস্টমেন্ট ইন রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরসিপিএসএল)’ শিরোনামে আরসিবির মালিকানা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিয়াজিওর ভারতীয় সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল)-এর অধীনে আরসিবি আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছে।

ইউএসএল জানিয়েছে, ক্রীড়াভিত্তিক এই ব্যবসা তাদের মূল ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা সম্পূর্ণ বা আংশিক শেয়ার বিক্রির জন্য পথ খোলা রেখেছে।

বিক্রয় প্রক্রিয়া ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজার বিশ্লেষকের মতে, এই সময়সীমা উল্লেখ করা মানে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর্যায়ে পৌঁছানো হয়েছে।

ইউএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রভীন সোমেশ্বর বলেন, ‘আরসিপিএসএল আমাদের জন্য মূল্যবান সম্পদ, তবে এটি আমাদের মূল অ্যালকোবেভ ব্যবসার অংশ নয়। দীর্ঘমেয়াদী মূল্য সৃষ্টির লক্ষ্যে আমরা আমাদের পোর্টফোলিও পুনর্বিবেচনার অঙ্গীকারবদ্ধ।’

এই ঘোষণার পরই বাজারে ইতোমধ্যেই উত্তাপ দেখা দিয়েছে। সূত্র বলছে, আরসিবি কিনতে আগ্রহী তালিকায় রয়েছে: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইনভেস্টমেন্ট ফান্ড, আদানি গ্রুপ, জিন্দালদের জেএসডব্লিউ গ্রুপ, সেরাম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা, দেবযানি ইন্টারন্যাশনালের প্রধান রবি জয়পুরিয়া।

উল্লেখ্য, গত ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে স্ট্যাম্পিডে ১১ দর্শকের মৃত্যু ও বহু আহতের ঘটনার পর থেকে আরসিবি বিক্রির আলোচনা তীব্র হয়। পাশাপাশি শেয়ারহোল্ডারদের চাপও ক্রমশ বাড়ছিল।