ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

আমি খেলাটা উপভোগ করতে চাই: মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:৫৯ পিএম
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফুটবলের সর্বকালের সেরা তারকাদের তালিকায় লিওনেল মেসির নাম প্রথম সারিতেই। বয়স ৩৮ পেরোলেও তার পারফরম্যান্সে এখনো তারুণ্যের ঝলক দেখা যায়। তবু অবসরের আলোচনার মুখোমুখি হন তিনি মাঝেমধ্যেই।

এবারও সেই প্রসঙ্গে বিন্দুমাত্র স্পষ্টতা না দিয়ে নিজেকে আরও কয়েক বছরের জন্য ফুটবলের সঙ্গেই দেখতে চাইলেন আর্জেন্টাইন মহাতারকা।

বুধবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনে ফুটবল-ভবিষ্যৎ ও ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে স্পষ্ট বক্তব্য দেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড। মেসির ভাষায়, মাঠের অর্জন নিয়ে ভাবার সময় এখনো আসেনি, অবসর ঘোষণা করার পরই সে অধ্যায় খুলবেন তিনি।

ইন্টার মিয়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। তাই অন্তত এই সময়টা ফুটবলের প্রতি নিবেদিত রাখতে চান তিনি।

২০২২ বিশ্বকাপ জয়ের পর জনপ্রিয়তায় নতুন মাত্রা পেয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় জীবনে বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন। এরপর আর কিছু চাওয়ার থাকে না। তবে ক্যারিয়ার নিয়ে ভাবনার সময় অবসরের পরই আসবে। আপাতত আমি খেলাটা উপভোগ করতে চাই।’

সম্মেলনের প্রথম দিনের শেষ বক্তা ছিলেন মেসি। এর আগে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

আলোচনা শেষে মেসির হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেন মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। এ নিয়ে মেসি জানান, ‘মিয়ামিতে আসার পর মানুষের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। এখানে থাকা, এখানে খেলা—সবকিছুই বিশেষ।’