ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর বাড়িতে অভিযান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৪:৩৫ পিএম
প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ছবি- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং তার স্ত্রী কিম কেওন হির বাড়িতে বড় আকারের অভিযান চালানো হয়েছে। ২০২২ সালে প্রেসিডেন্টের অফিস এবং বাসভবন স্থানান্তর করা নিয়ে 'পক্ষপাতিত্বের অভিযোগের' তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্পেশাল কাউন্সেল মিন জুং-কি’র নেতৃত্বে সরকারি আইনজীবীদের একটি বিশেষ দল এই অভিযান চালায়। এ সময় দক্ষিণ সিউলে অবস্থিত ইউনের বাড়ি, স্ত্রী কিমের প্রাক্তন কোম্পানি কোভানা কন্টেন্টস এবং প্রেসিডেন্টের অফিস ও বাসভবন সংস্কারের সঙ্গে জড়িত একটি অভ্যন্তরীণ কোম্পানিসহ সাতটি স্থানে তল্লাশি চালানো হয়।

ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্টের অফিস এবং বাসভবন স্থানান্তরের দায়িত্ব পাওয়ার সময় কোম্পানিগুলো 'অগ্রাধিকারমূলক আচরণ' পেয়েছে বলে অভিযোগ রয়েছে। বেছে নেওয়া কোম্পানির যথাযথ লাইসেন্স ছিল না।

রাজ্য নিরীক্ষা সংস্থা ২০২৪ সালে বলেছিল, একটি কোম্পানি চুক্তি সইয়ের আগেই প্রেসিডেন্টের বাসভবনের নির্মাণকাজ শুরু করেছিল। সেই সঙ্গে ১৫টি লাইসেন্সবিহীন সংস্থাকে প্রকল্পটি সাব-কন্ট্রাক্ট দিয়ে নির্মাণ আইন লঙ্ঘন করা হয়।

ইউন এবং কিম উভয়েই যথাক্রমে সামরিক আইনে ও দুর্নীতির অভিযোগে পৃথক বিচারের মুখোমুখি হচ্ছে। তারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।