ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জে তুলার গুদামে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিদি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৫:৫৫ পিএম
সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গুদামে আগুন। ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা খাদ্যগুদাম এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গোডাউনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গুদামে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শেখ আলী আকবর ও আলমগীর হোসেন বলেন, ‘চোখের সামনে সব পুড়ে ছাই হয়েছে। আমরা পথের ফকির হয়ে গেলাম।’ এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তুলাগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট নিরলস চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের এলাকাসহ পাশে থাকা মূল খাদ্যগুদামটি রক্ষা করা সম্ভব হয়েছে।