ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৮:১৩ পিএম
গ্রেপ্তার ভাই-ভাবি। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ নগরীতে আজহারুল ইসলাম চুন্নু হত্যা মামলার আসামি ভাই-ভাবিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার জেলার তারাকান্দা ও কিশোরগঞ্জ থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার হযরত আলীর ছেলে মাজহারুল ইসলাম সুমন (৩৬) ও তার স্ত্রী জান্নাত আক্তার (২৪)। নিহত আজহারুল ইসলাম চুন্নু গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম সুমনের ভাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৬ অক্টোবর সকালে জমি নিয়ে মারামারিতে জড়ান দুই ভাই। মারামারির একপর্যায়ে বড় ভাই মাজহারুল ইসলাম সুমন পিটিয়ে ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নুকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চুন্নুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এরপর উন্নত চিকিৎসার জন্য নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর আজহারুল ইসলাম চুন্নুর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।