মা-বোনেরা এক-একজন খালেদা জিয়া হয়ে ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি এ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্যও।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিএনপির ব্যানারে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। মান্ধাতার আমলের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো লাভ হবে না। আধুনিক ও বিশ্বায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষানীতি প্রণয়ন করা হবে। আপনার সন্তানদের পাশ করার পর চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, তখন চাকরিই আপনার সন্তানদের খুঁজবে।’
এর আগে দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশে বিভিন্ন ঘটনা সৃষ্টি করে পতিত ও নব্য স্বৈরাচার মিলে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। গত ১৭ বছর আমরা নির্বাচনের জন্য রক্ত দিয়েছি, আমাদের হাজারো নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার হলো জিয়া পরিবার। কিন্তু অত্যাচার-নির্যাতনের পরও বেগম জিয়া জনগণকে ছেড়ে বিদেশে পালিয়ে যাননি, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে আপসও করেননি।’
সমাবেশে পার্বতীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান।
ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির হোসেন রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাবেক সদস্য সচিব নুরুল আলম বুলবুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা ফখরুল ইসলাম স্বপন এবং জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম।


