খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। হত্যাকাণ্ডের পর তারা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রূপসা থানার পুলিশ জানিয়েছে, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় ও হত্যার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
-20251106230737.webp)

