খুলনার পাইকগাছা উপজেলার লতার উলুবুনিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙে নদীর মধ্যে পড়েছে। যার কারণে পুটিমারী গ্রাম থেকে শামুকপোতা বাজার পর্যন্ত সংযোগকারী একমাত্র সড়কটি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গ্রামবাসীসহ প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়ক ও ব্রিজটির সরকারি সংস্কার কার্যক্রম না থাকায় এলাকাবাসী নিজস্ব উদ্যোগে সড়কটি সংস্কার করে চলাচল করছিল। কিন্তু উলুবুনিয়া নদীর ওপর ব্রিজটি ভেঙে পড়ায় এখন ওই সড়কটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণ ও সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে তাদের যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এ সময় তারা স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজ ও সড়ক পুনর্নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। এটি শুধু একটি সড়কের ব্রিজ নয়, এটি আমাদের নিত্যদিনের জীবনযাত্রার অংশ। ব্রিজটি মেরামতে আমরা দ্রুত সরকারি হস্তক্ষেপ চাই।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, ব্রিজের বিয়টি জানতে পেরেছি। যোগাযোগব্যবস্থা সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। আশা করি, দ্রুতই কাজ শুরু হবে।

