গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক (৫৫)। এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। তিনি বলেন, উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ।

