পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এক দিনে রেকর্ড পরিমাণ আলু রপ্তানি হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর ৮১টি ট্রাকে করে মোট ১৭০১ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান।
এর আগে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। বৃহস্পতিবারের চালানে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাংলাবান্ধা বন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
উপপরিচালক নুর হাসান বলেন, নেপালে আলুর চাহিদা বেড়ে গেছে। তাই রপ্তানিকারকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করা আলু পাঠাচ্ছেন। বন্দরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রাকগুলো ছাড়পত্র দেওয়া হয়।
বাংলাদেশ থেকে রপ্তানিকৃত আলুর মধ্যে এস্টারিক্সসহ কয়েকটি জনপ্রিয় জাত রয়েছে বলে জানান তিনি।

