টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বাসি খাবার বিক্রির অপরাধে পৌর শহরের সাজ্জাত রেস্টুরেন্টের মালিক রায়হান রাসেলকে ৭০ হাজার টাকা, নকল প্রসাধনী বিক্রির অপরাধে সাদিয়া কসমেটিকসের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা, মুগ ডালে ক্যামিকেল মেশানোর অপরাধে আলামিন স্টোরের মালিককে ১০ হাজার এবং একই অপরাধে মারিয়া এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিচালক আসাদুজ্জামান রুমের বলেন, বিভিন্ন অপরাধে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

