ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশি নারী সোমা সাঈদের ঐতিহাসিক জয় নিউইয়র্কে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৩:২১ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস সাঈদ। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি পদে জয়ী হয়ে তিনি অর্জন করেছেন ঐতিহাসিক স্বীকৃতি।

বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনে দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় সোমা সাঈদ বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।

বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্ম নেওয়া সোমার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন ম্যাজিস্ট্রেট, আর মা ছিলেন প্রধান শিক্ষিকা। বর্তমানে তিনি স্বামী মিজান চৌধুরীর সঙ্গে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।

এর আগে ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়েছিলেন সোমা সাঈদ। এরপর তিনি নিউইয়র্কের আইনি ও নাগরিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।

তিনি নিউইয়র্ক সিটি সমঅধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি এবং মার্কিন–এশীয় বিচারকদের সংস্থার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি ছিলেন।