চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১১ কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দেশি-বিদেশি ৪ প্রতিষ্ঠান। জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, তৈরি পোশাকের সরঞ্জাম উৎপাদন ও পণ্য পরীক্ষাগার স্থাপনে এই বিনিয়োগ হবে। এতে সাড়ে ৭ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বেপজা কমপ্লেক্সে এ সংক্রান্ত চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং চার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তিবদ্ধ চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করছে চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানি। ৫ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগে তারা বছরে ৭০ লাখ জোড়া জুতা উৎপাদনক্ষম একটি কারখানা স্থাপন করবে, যেখানে কাজের সুযোগ হবে প্রায় ৫ হাজার ৯০০ জনের।
এ ছাড়া সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি ২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। বছরে ৩ কোটি ৬০ লাখ বর্গফুট ফিনিশড লেদার উৎপাদনের লক্ষ্যে এই কারখানায় কর্মসংস্থান হবে অন্তত ৫০০ জনের।
চীন-সিঙ্গাপুরের যৌথ মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি ২ কোটি ডলার বিনিয়োগে একটি সেবামুখী পরীক্ষাগার স্থাপন করবে, যা বেপজা অঞ্চলের শিল্পকারখানাগুলোর পণ্য ও কাঁচামালের মান যাচাইয়ে কাজ করবে। এতে ৭৭০ জনের কর্মসংস্থান হবে।
অন্যদিকে বাংলাদেশের র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১২ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাকশিল্পের সরঞ্জাম উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এতে কর্মসংস্থান হবে ৪৫৭ জনের।

