ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফের জুটি হলেন আদর-বুবলী

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৪৮ এএম

চলচ্চিত্র পরিচালক সৈকত নাসিরের ‘তালাশ’ সিনেমার মাধ্যমে জুটি হিসেবে পথচলা শুরু চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’সিনেমা দিয়ে আলোচনায় আসেন তারা। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে এই জুটির জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ নামের একটি সিনেমা।

আদর-বুবলীর তৃতীয় সিনেমাটি মুক্তির আগেই ক্যারিয়ারের চতুর্থ সিনেমা সম্প্রতি তারা যুক্ত হয়েছেন। সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এক্সেল ফিল্মস ও রেভ্যুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত সিনেমাটির শুভ মহরত আজ রাজধানীর গুলশানের একটি ক্লাবে অনুষ্ঠিত হবে। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার। তিনি জানান, এই সিনেমায় নতুনরূপে ধরা দেবেন আদর-বুবলী।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘পুরাতন ঢাকা শহরের মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটের গল্প নিয়ে এই সিনেমার গল্প। মূলত গল্পটি ভালো লাগাতেই সিনেমাটিতে যুক্ত হয়েছি। আশা করি, দর্শকদের সিনেমা এবং আমাদের জুটি পছন্দ হবে।’

এক প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘এরই মধ্যে আমাদের জুটির দুটি সিনেমা দর্শক দেখেছেন। আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। দর্শক, প্রযোজক ও পরিচালকরা আমাদের জুটিতে আস্থা রাখছেন বলেই আবার নতুন সিনেমায় যুক্ত হয়েছি। আশা করছি, বরাবরের মতো দর্শকরা নিরাশ হবে না।’

জানা গেছে, আগামী জানুয়ারিতে সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হবে। একটানা কাজ করে একই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সম্প্রতি আদর আজাদ শেষ করেছেন ‘ট্রাইব্যুনাল’নামের নতুন একটি সিনেমার কাজ। রোমান্টিক, অ্যাকশন এবং থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনায় রায়হান খান। এতে আদরের বিপরীতে রয়েছেন তিন নায়িকা নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদ। আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সর্বশেষ বুবলীকে ‘জংলি’ সিনেমায় দেখা যায়। দীর্ঘ সময় ছিলেন না নতুন সিনেমার খবরে। সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। ফিরেই যুক্ত হয়েছেন নতুন এই সিনেমাটিতে। বুবলী অভিনীত নির্মিতব্য রয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ সিনেমাটি। এতে তার সহশিল্পী চিত্রনায়ক নিরব হোসেন।