ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৫৯ এএম

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ক্রেডিট গ্যারান্টি সুবিধার আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় যোগ্য প্রান্তিক/ভূমিহীন কৃষক, নি¤œ আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের প্রিমিয়ার ব্যাংকের সাথে ‘১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট’ আছে, তাদের সেবা ও ঋণ প্রদান কার্যক্রমকে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি সুবিধা প্রদান করবে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় সম্পাদন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির এসএমই এবং কৃষি ঋণ বিভাগীয় প্রধান আসিফ খান ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।