যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘শয়তান মহিলা’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় পেলোসি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে তার বর্তমান মেয়াদ শেষে কংগ্রেসে আর প্রার্থী হচ্ছেন না তিনি।
পেলোসির ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, `আমি মনে করি, তিনি ছিলেন একজন শয়তান মহিলা। তার খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে, ভাবমূর্তিও নষ্ট হয়েছে। তিনি অত্যন্ত খারাপ ছিলেন।
ট্রাম্প আরও বলেন, পেলোসি অবসরে গিয়ে দেশের উপকার করেছেন, কারণ তিনি দেশের জন্য `একটি বিশাল বোঝা' ছিলেন।
৮৫ বছর বয়সী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।
ট্রাম্প ও পেলোসির সম্পর্ক বরাবরই তিক্ত ছিল; দায়িত্বকালীন সময়ে তাঁদের মধ্যে একাধিকবার প্রকাশ্যে বিরোধ দেখা গেছে।

