ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

নারী মিছিল

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১২:৫২ এএম

পিরোজপুর-২ (ভা-ারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী মনোনয়নের দাবিতে মিছিল করেছেন শতাধিক নারী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটঘর কুড়িয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রাম এলাকার নারীরা নেছারাবাদ থেকে প্রার্থী দেওয়ার দাবিতে মিছিলে অংশ নেন। এ সময় নেছারাবাদ বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমকে নেছারাবাদ উপজেলা থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। মিছিলে মনোনয়ন-প্রত্যাশী ফকরুল আলমও অংশ নেন। জানা গেছে, এ আসনে বিএনপি থেকে অর্ধডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হোসেন ও ফকরুল আলম ছিলেন আলোচনায়। বর্তমানে এ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদীর বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।